২০/৫/১২

১০০

আমরা বাংকারে শুয়ে আছি,
ছোট্ট জীবন যায় সারসের বাড়ি
আলো তার চুপচাপ ডানার ভরসায়
মেলানিন ত্বক তার কল্পনায়

পাঁপড়িরা রক্তাক্ত হয়ে যায়
পাঁপড়িরা পাথর হয় তারপর

গুণে গুণে দিন
পুঁথিতে নামে আশ্বিন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন