১২/৪/১২

৯৩

স্বপ্নে জন্ম দেখি, দেখি গুইসাপ
দ্বন্দ্ব কাটেনা, জটপাকিয়ে যায়
ভেতরবাড়ির পাথুরে বাউণ্ডারির
কালশিটে কৌতুকে ইঁদুর মৃত
স্বপ্নে দেখা দাঁতের ক্লিপ, ক্যাওড়ার মগডাল
ব্যক্তিগত স্নেহের হুংকারে লবণাক্ত দ্বন্দ্ব
তেলছোপ রোজনামচার পাতাটা উড়ে গেছে দূরে
বিশ্ববাসী বোধহয় গোসল করবে

৯/৪/১২

৯২

মানুষের বুকে শীত এসেছে, তারা দৌড়ে যাবে ভোরে
পৃথিবীর সব কাজল পথে মরে আছে;
গর্জনের শ্বাসরোধ করে আঁকাবাঁকা সোনার ফিতে ,
আয়তন ছিটকে গেছে বেলেল্লা বাক্যের,
নীচুরা উঁচুদের দেহ মেজে যাবে চর্বিপাথরে,
বাড়বে প্রতারণার ব্যাস;
বারবার ভুল খেলা জমে যাবে ভুল সোমবারে,
আসবাবহীন শরীরে নীলক্ষার ফুল অলকার মতো -
বিশেষ কৃপায় ভর্তি হবে ক্ষণস্থায়ী আকাদেমীতে
সভ্যজন ঘড়িকে বাঁকিয়ে ঘাড়ে পরবে, মধ্যরাতের পর ।।।

___অ_
৯.৪.১২

৮/৪/১২

৯১

যে ব্যক্তি ডিম বেচতে যাবে সে মেরুন দেখবে পার্সে পার্সে
একজন ট্যানারির শিশু বেঁকে বেঁকে ঢুকে যাবে ঢাউস বিচিত্রায়
পেলব পাথরের কারিগর চোয়াল খুলে রেখে দক্ষিণে দেখবে
ডাক্তার তার পেনশনে টেনশনে খুইয়ে বসে নোটবই
আরও বিপুল পৃথিবীর আলাদা আলাদা ছাঁচ বিভিন্ন গড়ন
বলে ফেললে ভেঙ্গে ফেললে কী কুৎসিত তার বুক
কান্না পাবে, এর থেকে প্রতারণা অধিক মধুর ।।