২৬/৩/১২

৯০

ভুল হলে কী এসে যায় ছকে বিচ্ছিন্ন হলুদ পাতায়
কালশিটে অক্ষরগুলো দাঁতে দাঁত লাগিয়ে হেসে ওঠে সোমবার
আমাদের দুর্দান্ত পাঠে মেদহীন সুখ ট্যাক্সিক্যাব করে
ধাই ধাই মাতিয়ে তোলে বিভক্ত পৃথিবী

২৪/৩/১২

৮৯

আঁধারে থুবড়ে গেছি ইটের চিমনি প্রেমিকার পাঁজর
পিচ্ছিল সিলিণ্ডারে আশা-পরিসংখ্যান সব
করজোড় কাকুতিতে লেমিনেটেড হেলেন হেলে যাচ্ছে পশ্চিমে
ভাগাভাগি ভারে সীমিত টালীর দাগগুলো

২৩/৩/১২

৮৮

প্রভাতের তারঙ্গিক ডাক সায়াহ্নে থেঁতলে ছিলো
আমরা ঘাম থেকে শরীর বের করে আনতে পেরেছি
যাদের নিবিড় জটিলতা থাকে ভ'রে যেতে পারেন
অদ্ভুত এই বাকশো থেকে আঠালো সব সমাধান বেরিয়ে আসছে

১৪/৩/১২

৮৭

এই দাঁতেকাটা নখেরা স্নানরতা প্রযুক্তি-ভাগাড়ে, পৃথিবীতে বিদ্যুত নাই
আখেরাতি ভোগের বোতামে মাংস-চর্বি-হাড়,
লঞ্চের চপচপে ডেকে বান্ধবীর সালোয়ার
শরীরে বিদ্যুত নাই, মাথায় থলথলে বিষ
প্রকাণ্ড ঘোড়ার ডিম চাই

১২/৩/১২

৮৬

মাথার ভিত্রে জ্যাম-ললি, ট্রাক-শিশি, কিউটের দলা, লাশের ভাসান
মঞ্চ বাঁধা হতেছে আসমানে, অতিকায় ড্রেন প্লাজা হয়ে মেট্রোপলিটান ।।

১২.৩.১২

৭/৩/১২

৮৫

সুতোয় থাকি
অস্তিত্ব ঝরে যায়
ফোঁটায় ফোঁটায়
উল্টে থাকি সভ্যতায়

যুক্তির এ্যাবাকাসকে বিদায়
শূন্যে ফুকোশীয় সহায়
যতটুকু ভাবি ততটুকু দায়
নির্লিপ্ত থাকি শব্দে অসহায়

নির্বেদ থাকি অনুচ্ছেদ

৭.৩.১২

৮৪

মানুষ দেখতে পাচ্ছি
তালগাছ দেখতে পাচ্ছি
আজ শনিবার নয়
আজ বুধবার
বরাবর সাগর ভয়ংকর
বরাবর বাতাস ভয়ংকর
পথকে চিনেছি ভুল
সময় চিনেছি বৃথা
আগলেছি কাগজের ঘ্রাণ
শিশির আকুলতায়

অবশেষে বিশিষ্ট সুর
ফিরে গেছে প্রকৃত পৃথিবীতে

৭.৩.১২

৪/৩/১২

৮৩

ভয়ানক সুস্বাদু
ধাতব বার্গার
ধাতব স্যাণ্ডউইচ
বোর্ডে লেখা আছে সুধা
পার্মানেণ্ট ইংকে লেখা আঁতলামির সনদ
সম্ভবত শেভড হতেও পারি
বাসে টাঙানো আছে নাম্বার ওয়ান
আর খড়গাদাতে বরফ

৪.৩.১২

৩/৩/১২

৮২

অরিগ্যামির ছিমছাম হৃদয়ে পালমোনিক শিরাগুলো
একটির আরেকটিকে ঘিরে ক্রমাগত উঠে যাওয়া সর্পিল
থিকথিকে জলে লেপ্টে যাওয়া বর্ণবিহীন,
খণ্ডকবিতার স্তুপ থেকে ধোঁয়া ওঠে বেঁকে যায় পরিপ্রেক্ষিত
মিছিল-রক্ত-দেহ সব গাণিতিক হয়
যাবতীয় আর্তনাদে জনগণ যৌগিক
তাদের সেলফোনে ক্রমাগত কম্পন হয় ।।

২/৩/১২

৮১

আমরা কেউ কেউ সাইয়ান পায়রাটিকে ভেসে যেতে দেখেছি
যার পৌনঃপুনিক পালকে টাঙ্গানো ছিল প্লাটোনিক ড্রাম, লালচে বিপ্লব
আর কেউ কেউ খেয়ে নিয়েছি মধ্যবিত্ত দ্বিধা
টি-স্টল আকাশের থ্রি এমএম ফুটো;
আমরা যারা বিপ্লবকে সীসা খাইয়েছি
সার্কাসের আগুন পুষেছি চোয়ালে
জঘন্য বিনোদনে ক্ষিধেকে করেছি শহীদ
আমাদের দাঁড়ি গোঁফ টেনে ভবিষ্যত ঝুলে আছে;
আমরা কেউ কেউ ভীষণ স্মার্ট কেননা সাইয়ান পায়রাটিকে ভেসে যেতে দেখেছি
যার পৌনঃপুনিক পালকে টাঙ্গানো ছিল প্লাটোনিক ড্রাম, লালচে বিপ্লব ।।

২.৩.১২

১/৩/১২

৮০

যা যা ধরে নিতে চাও
বাতাস ধরে নাও,
যা যা ছুঁয়ে যেতে চাও
আকাশ ছুঁয়ে যাও,
ধরে দেখো টিকে আছো যতটা
ছুঁয়ে দেখো বেঁচে আছো ততটা;
কী কী চাইলে !
না না ঠিক করে চাও,
কী কী পেলে !
আহা পেলে না তো,
সেই চাওয়া না-চাওয়ার
ছককাটা শরীরে
পাওয়া না-পাওয়ার
দাগকাটা হাহাকার।।

১.৩.১২