৮/৫/১২

৯৪

মাঝখানে কিছুদিন লাল মেঘ আঁকতে পারি রঙ দুলিয়ে,
তারপর হঠাৎ প্রিয় এক শারিরীক রেশমে ঢাকব জানালা
ডানোপুষ্ট মধ্যবিত্ত ছাঁদ ঘুণধরা ড্রয়ারকে উড়োবে বালির বিকেলে;
কিছুকাল প্যাস্টেল পাওয়া যাবে না,
কিছুকাল বুবকাস কেউ খাবে না,
দেরাদুনী বুড়ি কলকব্জায় দেবে মেয়নেস
বিশাল বায়ারে মগজের ঘণ্টা পিন দিয়ে সেঁটে দেবে মরণচাঁন
 

ফস্টাসবিহীন শীতগ্রহে ফুপিয়ন নেই,
তেত্রিশগুণ ধার পরিবার ডেণ্টিস্টের চেয়ারে বসে
হেসো আরেকবার, বুধবার যাবে না বুধবারে


চোরাগোপ্তা  
গণবাপ 
আইনুন 
হেসে ওড়াবে ওভারব্রীজের জলজ্যান্ত সাপ
খাটোনখে 
অবিরাম 
বিস্মৃত রেখার খামার, 
সীমাবদ্ধ হিরোইন আমার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন