১০/১২/১০

৫০

বিস্তৃত বিখন্ড সব প্রতিশ্রুতির মেঘ
সুবিন্যস্ত প্রকান্ড এক মিছিলে
ধীরে ধীরে শুয়ে পড়ে অচেনা ধুলোতে

যেটুকু কয়লা বাকী ছিল হাতড়েছি,
কুয়াশা সরিয়ে তাদের শরীরে
উবু হয়ে অস্তিত্বের অধঃক্ষেপ
সারি সারি অসুস্থ কৌতুহল
সবাই পালাচ্ছিল বলেই পথের পাশে
উড়ো কার কাগজ ঝোলা দেহটা
প্রাথমিক শীতে চাইছিল দিয়েছিও
সাহসের চূড়ান্ত পরীক্ষা
অকেজো ল্যাম্পপোস্টগুলো জমিয়েছি
বিলিয়েছি, উগরেছি রক্তবমির স্বাধীনতা

নখে নখে অপেক্ষার
সন্ধ্যে-বিকেল-রাত-ভোর
বিশুদ্ধ দ্বিপ্রহর
নখ-মুখ.. মুখ-নখ..

_____________________
১০ । ১২ । ২০১০

৫/১২/১০

৪৯

বিচ্ছিন্ন জীবনের ছাই, দাউ দাউ অবৈধ আগুন
তেরচা কুঠুরিবাড়ি, সারি সারি শীতল গারদ
দেহের জগতে গত বৈকাল, আর বেসামাল
শীতের ডর্মেটরি, জেগে জেগে ঘুণ বাছে ভদ্র ভোগবান
হাঁড়িয়ার গভীরে টান আসে, নির্ঘাৎ মরণ
বেঁচে থাকে কে, সে কোন জন;

বড় কষ্টে সন্ধ্যার কানে বলে দিই
ভাল্লাগেনা শীত, একদম ভাল নেই ।