২০/৫/১২

১০০

আমরা বাংকারে শুয়ে আছি,
ছোট্ট জীবন যায় সারসের বাড়ি
আলো তার চুপচাপ ডানার ভরসায়
মেলানিন ত্বক তার কল্পনায়

পাঁপড়িরা রক্তাক্ত হয়ে যায়
পাঁপড়িরা পাথর হয় তারপর

গুণে গুণে দিন
পুঁথিতে নামে আশ্বিন

১৬/৫/১২

৯৯

"সূর্যকে খুব ছোট করে বানানো হল, আর আমরা তাদের হাত ধরে বিস্কুটের ফ্যাক্টরিতে যাবো; কোলেস্টেরোলের কিউবে হেব্বি বোদলেয়ার, সিগনাল পড়ে গেলো। টিভিতে নখ খাওয়া দেখাচ্ছে - আমরা উচ্ছন্নে যাচ্ছি, ইকুয়েশনের পোস্টার উড়ে যায়।। বিশাল সাইকেলে দুধের বয়াম ঝুলছে, পা'জামায় প্যাচপ্যাচে কাদা।।। চশমাটা ভেঙ্গে গেলো, চশমাটা ছিল না কখনও।।।।"

১১/৫/১২

৯৮

মুসাফির করোটি বৃষ্টিপাতে স্থবির
খেলাঘরে রোদ আসে মেঘ যায়
টুপ ক'রে চোখের পলক প'ড়ো
গ্রীষ্মকে লুঠ করো বর্ষা কাল্পনিক

এইরূপে, আমার অনেক কিছু এসে যাবে
সে যদি আকাশ পায় অকস্মাৎ