২০/৫/১২

১০০

আমরা বাংকারে শুয়ে আছি,
ছোট্ট জীবন যায় সারসের বাড়ি
আলো তার চুপচাপ ডানার ভরসায়
মেলানিন ত্বক তার কল্পনায়

পাঁপড়িরা রক্তাক্ত হয়ে যায়
পাঁপড়িরা পাথর হয় তারপর

গুণে গুণে দিন
পুঁথিতে নামে আশ্বিন

১৬/৫/১২

৯৯

"সূর্যকে খুব ছোট করে বানানো হল, আর আমরা তাদের হাত ধরে বিস্কুটের ফ্যাক্টরিতে যাবো; কোলেস্টেরোলের কিউবে হেব্বি বোদলেয়ার, সিগনাল পড়ে গেলো। টিভিতে নখ খাওয়া দেখাচ্ছে - আমরা উচ্ছন্নে যাচ্ছি, ইকুয়েশনের পোস্টার উড়ে যায়।। বিশাল সাইকেলে দুধের বয়াম ঝুলছে, পা'জামায় প্যাচপ্যাচে কাদা।।। চশমাটা ভেঙ্গে গেলো, চশমাটা ছিল না কখনও।।।।"

১১/৫/১২

৯৮

মুসাফির করোটি বৃষ্টিপাতে স্থবির
খেলাঘরে রোদ আসে মেঘ যায়
টুপ ক'রে চোখের পলক প'ড়ো
গ্রীষ্মকে লুঠ করো বর্ষা কাল্পনিক

এইরূপে, আমার অনেক কিছু এসে যাবে
সে যদি আকাশ পায় অকস্মাৎ

৯৭

আমরা মেঘের তলে ভাল পাই, আমাদের পিত্তথলি দরকার নাই
গীর্জার পিছে গু-মুতে হুদাই লাফাই, ঠোঙ্গার ইস্মার্টফোন বানাই
ইচ্ছেমতো ছিঁড়ে ছড়িয়ে দিলে শুদ্ধ হওয়া যায়
ভেজানো দরোজার পর সে ম'রে হাঁ, সিন্দুক বরাবর টিকটিকির পা তড়পায়
নাঙ্গা আয়নাকে ফাটিয়ে দিয়ে কী অদ্ভুত ডেভিডের মতো হয়ে যায় মানবসকল
ধুলোও পাথর হয়, মানুষতো মানুষ হয় না আর
 
 

১০/৫/১২

৯৬


তেপান্তরের পর আজো আষ্টেপৃষ্ঠে বিদ্যুত, শুক-সারির অনবদ্য বাসর
বটিকাটা শুক্লপক্ষের রাত ঘামের আঠায়, ডাহুক তার শেষ ডাক ছাড়ে একা

স্বপ্ন গলে গলে উড়ে যাচ্ছে

৯৫

হাঁ-তে লাল হয় দূরবীণ
যুক্তিতে পোকাখাওয়া আপেল
ঝুলন্ত ফোলা ফোলা বাওবাবের পাতা জিব খুঁজে পাচ্ছে
স্রোত তার মনমতো নকশা জমা দেবে
বরফ তার বর্ধিতাংশে বারান্দা বানিয়েছে কেল্লার ছাদের মতো তাতে
পেপারক্লেতে জমিয়ে তোলা নগ্ন মার্মেইড আর বামহাতে রেনুকোস
পিলপিল উঠে যাচ্ছে লবণ

৮/৫/১২

৯৪

মাঝখানে কিছুদিন লাল মেঘ আঁকতে পারি রঙ দুলিয়ে,
তারপর হঠাৎ প্রিয় এক শারিরীক রেশমে ঢাকব জানালা
ডানোপুষ্ট মধ্যবিত্ত ছাঁদ ঘুণধরা ড্রয়ারকে উড়োবে বালির বিকেলে;
কিছুকাল প্যাস্টেল পাওয়া যাবে না,
কিছুকাল বুবকাস কেউ খাবে না,
দেরাদুনী বুড়ি কলকব্জায় দেবে মেয়নেস
বিশাল বায়ারে মগজের ঘণ্টা পিন দিয়ে সেঁটে দেবে মরণচাঁন
 

ফস্টাসবিহীন শীতগ্রহে ফুপিয়ন নেই,
তেত্রিশগুণ ধার পরিবার ডেণ্টিস্টের চেয়ারে বসে
হেসো আরেকবার, বুধবার যাবে না বুধবারে


চোরাগোপ্তা  
গণবাপ 
আইনুন 
হেসে ওড়াবে ওভারব্রীজের জলজ্যান্ত সাপ
খাটোনখে 
অবিরাম 
বিস্মৃত রেখার খামার, 
সীমাবদ্ধ হিরোইন আমার।