১৭/৯/১১

৬৮

শনিবার
হাড়গিলরা মুখ বার করে বসে আছে
ভাংতি নেই,
সবার কাঁধ থেকে ঝুলে আছে দুর্ভাগ্যজনক ব্যাগ,

এবার সমানে সমান বিতৃষ্ণার মিল্কশেক
হারপুণে কিংবদন্তী - নিশানা হৃদযন্ত্র
আর ঠিক এই মুহূর্তের আকাশ...

মহিষের ঘাড়ে তীব্র বোয়াল

৬৭

গাছ দ্যাখো বিষাক্ত কাঞ্চন
তোমার সানগ্লাসে বরফের চাঁই
পোষা ডাহুক অস্ট্রলিয়া যাবে
পরিবেশবান্ধব সঙ্গিনীও তাই

৬৬

সেলাই সেলাই লম্বা শীতের ট্রেনে
বিকৃত সার্ডিন, আমি কিউবিক
তোমার মস্তিষ্ককে লজ্জা দিচ্ছে তিন ভাই
ভালোবাসা প্যাকেটে ঝুলছে সামার থেকে
সামার থেকে ওরা ঝুলছিল, ওরা পি, কা, সো

৬৫


হাতীর দাঁতের সাদা ভেসে আছে, অন্য আঁধারে
আমার ভুল প্রশ্নের পাহাড়
স্বেচ্ছাচারিত্ব চাচ্ছে ক্ষিধে তার
কী দুর্দান্ত গতিতে সব খরচ হয়ে যায়
হাতে হাতে গার্হস্থ্য অন্ধকার
এক জীবন্ত পেঁপের ভেতর

৬৪

ছাদবোঝাই খরগোশের রক্ত, থেমে থেমে লেখা হচ্ছে দলিল
প্রামাণ্য পৃথিবী সুপারস্টোর, তার ঘেমে ওঠা লম্বা কামিজ
শেষে ধুন্ধুমার ক্যাওড়া গুণ্ডীটাকে নিয়ে পালাবে
মাছি ওর মাসীর মা-কে