২০/১/১১

৫২

চামড়ার দোকান ভাসে ওইপাড়ের রাস্তায়
এপ্রান্তে পিষে জ্বলজ্বলে সিগ্রেটের মাথা, আমি দাঁড়াই
যারা শকুন ওড়ে আর শেখে অদ্ভুত রসায়ন, বাষ্পীভবন
কারো ঠোঁট আর স্থিতিস্থাপক নয়
দরজা লাগানোর পর আবিষ্কার করি আমি আছি ওইপাশে
তুমুল আঘাতে খসে পড়ছে অবশিষ্ট আঙুল
এপাশে আমি স্থবির
মনোযোগী শ্রোতার মতন নিবিড়
শুষে নিচ্ছি স-ব ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন